প্রতি বছরের মতো ১১৫ বছরের পুরনো নেত্রকোনা জিওর আখড়া মন্দিরে শুরু হয়েছে ৭২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। গতকাল রাত থেকে শুরু হওয়া ৬৪তম এ কীর্তনে ৯ দিন ৯ রাতব্যাপী একটানা লীলা কীর্তন চলবে। এ উপলক্ষে বড় বাজার শ্রী শ্রী জিওর আখড়া মন্দিরে নামে ভক্তদের ঢল। রাসপূর্ণিমা উৎসব উপলক্ষে নেত্রকোনা নরসিংহ জিউর আখড়ায় ভারতসহ দেশের বিভিন্ন জেলার কীর্তনীয়ারা উৎসবে কীর্তন পরিবেশন করছেন।
গত ১৪ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে শুরু এই কীর্তন চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ২৩ নভেম্বর অষ্টপ্রহরব্যাপী শ্রী কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শেষে ২৪ নভেম্বর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
নরসিংহ জিউর আখড়ার সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা জানান, নেত্রকোনা একটি অসাম্প্রদায়িক জেলা। সকলের সহযোগিতায় এখানে গত ৬৩টি বছর ধরে হরিনাম সংকীর্তন হয়ে আসছে। কোনদিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল ধর্মের ভক্তরা এখানে আসেন শুদ্ধিলাভের আশায়। তিনি আরও বলেন, মাগুরা, পটুয়াকালী, মৌলভীবাজার, পিরোজপুর, সিলেটসহ দেশের বিভিন্নস্থানের কীর্তনীয়া দল উৎসব অঙ্গণে কীর্তন পরিবেশন করবে। তাছাড়া ভারত থেকে মিতা মন্ডল, শীলা মন্ডল ও বগুড়ার প্রণতি দেবী পপি অষ্টকালীন লীলা-কীর্তন পরিবেশন করবেন। দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হবে উৎসবে। প্রতিদিন হাজারো ভক্তবৃন্দ কীর্তন শুনতে উৎসব অঙ্গণে আসছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৬