লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনিয়ম ও অব্যাস্থাপনার অভিযোগ এনে শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। এসময় কলেজের উপাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়।
বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাধ্যক্ষ ড. আবু তাহেরকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীরা ভবনের তালা খুলে দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, নবীন বরণ অনুষ্ঠান না করা ও সাহিত্য সপ্তাহসহ একাডেমিক শিক্ষা কার্যক্রমের অনিয়ম-অব্যবস্থপনার অভিযোগ করেন। আর সরকারি বরাদ্ধ ও শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া লাখ লাখ টাকা কলেজ কতৃপক্ষ আত্মসাৎ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এসব দাবি আদায়ের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে বারবার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় তারা আন্দোলনে নেমেছে বলে জানান।
অবরুদ্ধ অবস্থায় উপাধ্যক্ষ ড.আবু তাহের জানান, শিক্ষার্থীরা কোন দাবি নিয়ে আসেননি। হঠাৎ তারা কলেজে তালা লাগিয়ে দিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৯