বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল ও ইব্রাহিম নামে দুই ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত অবস্থায় মোজাম ও ইয়াকুব নামে আরও দুই ডাকাতকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের পর ডাকাতদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব