পটুয়াখালীতে জাটকা ধরার দায়ে ১৯ জেলেকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান এ জরিমানা করেন।
আটক জেলেদের সবারই বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে পায়রা মোহনা থেকে দুইটি ট্রলার, ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল, ৪০ মণ জাটকাসহ ৪১ জেলেকে আটক করে নৌবাহিনী।
পরে রাতেই মাছ, জাল, ট্রলারসহ জেলেদের কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সকালে জব্দকৃত জাটকা ৪৩টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম