ঝিনাইদহ সদর উপজেলার ছাগল ফার্মের সামনে ট্রাকচাপায় আব্দুল কাদের (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের চাঁদ আলীর ছেলে এবং ঝিনাইদহ আদালতের আইনজীবীর সহকারী ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে আব্দুল কাদের এক আসামির জামিননামা নিয়ে কারাগারে যাচ্ছিলেন। পথে ছাগল ফার্মের সামনে এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম