কুমিল্লা রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের ভূমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার কুমিল্লা রেলস্টেশন এলাকার শাসনগাছা রেল লাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা জানান, চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি দফতরের নির্দেশ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষকে বারবার নোটিশ দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ায় জন্য। গত বছরের নভেম্বরে অবৈধ স্থাপনা কর্তৃপক্ষকে শেষ নোটিশ ও মাইকে বলে দেওয়া হয়েছে। ওই নোটিশে তাদেরকে ৭দিন সময় দেওয়া হয়েছে, তারপর তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। আজ কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় রেল লাইনের দু’পাশে ও রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জামিরুল ইসলাম, কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।