মানিকগঞ্জের সাটুরিয়ায় গাছ থেকে পড়ে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সেই কৃষকের নাম সিরাজুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার জগনাথপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশী শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সিরাজুল ইসলাম দুপুরে তেঁতুল গাছে ডাল কাটতে উঠতে পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০