সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোহাম্মদ সেলিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, সেলিম ও তার সহযোগী মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের কড্ডা মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। এ সময় তার সহযোগী গুরতর আহত হন। সংবাদ পেয়ে পৌঁছে চালকসহ ট্রাকটিকে আটক করা হয়। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।