মাগুরা শহরের দোয়ারপাড় এলাকা থেকে বুধবার সন্ধায় ৩০০ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও ১টি ধারালো অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ফুল মিয়া (৫৫), তার দুই ছেলে সজিব ও সাগরকে আটক করেছে ডিবি পুলিশ। ফুল মিয়া এলাকায় মাদক সম্রাট হিসাবে চিহিৃত বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের দোয়ারপাড়ে ফুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ধারালো অস্ত্র, ৩০০পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়।
ফুল মিয়ার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে। সে চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে সে মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানান ওসি।