রাঙামাটিতে চাঁদাবাজীর অভিযোগে জনসংহতি সমিতি সমর্থীত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের নেতাসহ তিন কর্মীকে আটক করেছে সেনাবাহিনী । আটককৃতরা হল মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের শহর সাধারণ সম্পাদক সুফিয়ান চাকমা (২৮), মিল্টন চাকমা (২২) ও জীবন চাকমা (২২)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের শহর সাধারণ সম্পাদক সুফিয়ান চাকমা, মিল্টন চাকমা ও জীবন চাকমা তাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জোড়পূর্ব চাঁদা আদায় করছিল। খবর পেয়ে রাঙামাটি সদর জোন ২০ বীরের মেজর তারেকের নেতৃত্বে ঘটনা স্থলে যায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। এ সময় চাঁদাসহ পাহাড়ি ছাত্র পরিষদের নেতাসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চাঁদা রশিদ বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিসিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদা সংগ্রহ করার কথা স্বীকার করেন।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ এঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫
ve kore rakhle valo hoto