নাটোরের নলডাঙ্গায় প্রতারণা ও অর্থআত্মসাত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসাহাক আলী তালুকদার (৪৮) ও শামীম আহম্মেদসহ (৪৬) ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসাহাক আলী তালুকদার নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া গ্রামের মৃত মজিদ তালুকদার এবং শামিম আহম্মেদ হরিদাকলসী গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। অন্য দুই ওয়ারেন্টভুক্ত আসামিরা হলো, একই উপজেলার বানুরভাগ গ্রামের রফিক উদ্দিনের দুই ছেলে আজিম উদ্দিন (৩০) ও সেন্টু (২৫)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইসাহাক আলীর বিরুদ্ধে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের দায়ে মামলা রয়েছে। আর আসামি শামিম আহম্মেদের নামে দুইটি সিআর মামলায় কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া অপর দুই আসামি আজিম ও সেন্টুর নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। আগামী কাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার