নীলফামারীর ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় বুধবার রাতে ৩ শিশুসহ একই পরিবারের ১২ জনকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থীও রয়েছে। আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম জানান, রান্না করা নাপা শাক দিয়ে পরিবারের সবাই ভাত খাওয়ার পর সন্ধ্যার দিকে সবাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।
ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে আকস্মিক উদরাময় দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার