বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে প্রায় অর্ধশত মণ জাটকা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে জাটকা বহনের অভিযোগে ঢাকাগামী বাসটির সুপারভাইজার মো. বাহাদুরকেও আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে নগর গোয়েন্দা পুলিশের এসআই নূরে আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা এবং লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম।
আটক বাহাদুর পটুয়াখালীর বগা এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনাকারী এসআই নূরে আলম জানান, পটুয়াখালীর দশমিনায় একটি বাসের ছাদে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা রাজধানী ঢাকার উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চেকপোস্ট স্থাপন করে। রাত ১০টার দিকে বাসটি নথুল্লাবাদ অতিক্রমকালে সেটি থামিয়ে তল্লাশি করে ওই জাটকা জব্দ করা হয়। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আটক বাহাদুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা