ফরিদপুর শহরতলীর কোমরপুরে একটি দ্রুতগতির ট্রাকের চাপায় হাফেজ মাহফুজ হোসেন খান নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবর সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মটর সাইকেলটি দুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী হাফেজ মাহফুজ হোসেন খান মারা যান। এছাড়া চালক ক্বারী জলিল খান মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের লাশ কানাইপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণে করেছে। নিহত মাহফুজের বাড়ী জেলার বোয়ালমারী উপজেলার কাদেরদী গ্রামে।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব