একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন পিছিয়েছে। আগামী ৮ মার্চ নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ৯ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের দিন এদিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
মামলার ৫ আসামি হলেন ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারির পর ১ অক্টোবর তাদের সবাইকে গ্রেফতার করা হয়।
গত বছরের ০৪ মে ওই পাঁচজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। এর ভিত্তিতে ১৩ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ১৫ নারীকে ধর্ষণ, আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে এখনো ৮ জন বীরাঙ্গনা জীবিত আছেন।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব