গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর থেকে নিখোঁজ হয় সুমাইয়া ও মালিহা নামে দুই শিশু। আজ সন্ধ্যায় ওই এলাকার একটি বাড়ির শয়ন কক্ষ থেকে শিশু দুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজন সন্ধ্যায় জনৈক ইয়াসিন আলীর বাড়ির একটি শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে লাশ দুটির সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সন্ধা ৭টায় ঘটনাস্থলে গিয়ে পৃথক বস্তা থেকে লাশ দুটি উদ্ধার করে।
তাৎক্ষনিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় ওই বাড়ির মালিক ভ্যান চালক ইয়াসিন আলী (৭৪), তার স্ত্রী তানজিলা খাতুন ও ছেলের স্ত্রী লাকী খাতুনকে (৩২) পুলিশ আটক করেছে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে স্কুল থেকে ফিরে মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আব্দুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা বাড়ির বাইরে খেলতে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই দিনই বিকালে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই এলাকা থেকে গীতা রানী নামে ওই দিন একজনকে আটক করে। দুই শিশুই স্থানীয় ছোটমনি বিদ্যানিকেতনের শিক্ষার্থী ছিল। এদের মধ্যে মেঘলা ক্লাশ ওয়ান এবং মালিহা নার্সারীতে পড়তো।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল