বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্প কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বগুড়ার এজেন্ট আব্দুর রফিক স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সংবাদপত্র পরিবহন এজেন্ট কাজলা এন্টারপ্রাইজের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রফিক স্বপনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন এর বগুড়া অফিসের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বণিকবার্তা বগুড়া প্রতিনিধি এইচ আলিম, কাজলা এন্টারপ্রাইজ এর উত্তরাঞ্চলের প্রতিনিধি নুরুন নবী ও মোঃ আকরাম, বগুড়া জেলা সংবদাপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক, বগুড়া সংবাদপত্র হকার্স শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নাদিরা এন্টারপ্রাইজের জিএম মোঃ আযম, রিপন, সজল, মাসুদ, ইনছান, বিশ্ব। শেষে সংবর্ধিত আব্দুর রফিক স্বপন পত্রিকা বিক্রেতা ও পরিবহন এজেন্টসহ পত্রিকার মালিক সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল