নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী প্রয়াস হিসেবে একটি করে এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এ্যাম্বুলেন্সের চাবি ও যোগাযোগের জন্য একটি করে মোবাইল সেট হস্তান্তর করেন।
এসব ইউনিয়নের প্রত্যঞ্চলের অসুস্থ রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা নাটোর আধুনিক সদর হাসপাতালে বিনা খরচে পৌঁছে দেয়া হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর প্রকল্পের অর্থায়ানে তৈরি করা এসব এ্যাম্বুলেন্সে রোগী সোয়ার এবং তার সাথের লোকজন বসার ব্যবস্থা সহ সাইরেন-বাতি লাগানো রয়েছে। পরে একই অনুষ্ঠানে সংসদ সদস্য আউষ চাষে কৃষি প্রণোদনা হিসেবে ১শ’জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করেন।
এর আগে ছাতনী ইউনিয়নে গড়াই নদীর ওপরে সংযোগ সড়কসহ নবনির্মিত দু’টি ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নাটোর সদরের নির্বাহী অফিসার আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেজা হামান, প্রকল্প কর্মকর্তা আয়শা সিদ্দীকা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল