সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসন পরিচালিত লিডো কিন্ডারগার্টেন এ্যান্ড জুনিয়র স্কুলে ছাত্রকে শাসন করায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রের অভিভাবক। এ ঘটনায় অভিভাবক আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ মনসুর উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজ মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। ঘটনার পরই ক্লাস বর্জন করে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, সকালে তৃতীয় শ্রেণির ছাত্র আবির তালুকদার পড়ালেখা না করায় শ্রেণিকক্ষে শাসন করেন শিক্ষক। এঘটনায় ওই শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে দেয়। পরে শিক্ষার্থীর বাবা আবুল কালাম স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। এক পর্যায়ে ওই অভিভাবক শিক্ষককে আচমকা পেটাতে থাকেন। এমনকি তাকে নিমর্মভাবে শিক্ষার্থীদের সামনে টেনে হেঁচড়ে স্কুলের মাঠের মধ্যে নিয়ে এসে বেধরক পেটায়। পরে সহকর্মী শিক্ষকরা তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তারা স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও তাড়াশ ইউএনও জিল্লুর রহমান খাঁনের কার্যালয়ে গিয়ে ওই অভিভাবককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খাঁন জানান, শিক্ষক পেটানোর অপরাধে পুলিশ তাৎক্ষণিকভাব অভিভাবক আবুল কালামকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার