বাগেরহাটের মংলা উপজেলাকে সম্পূর্ন ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আলহাজ তালুকদার আব্দুল খালেক মংলা উপজেলায় ভিক্ষাবৃত্তি নির্মূল ও ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে ৫০ জন ভিক্ষুকের মাঝে সেলাই মেশিন, ছাগল, ভেড়া ও মুরগি বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় যে সকল ভিক্ষুকের নিজস্ব জমি রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেয়ারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার ও সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, মংলা উপজেলায় ২৬০ জন ভিক্ষুক রয়েছে। তালিকাভূক্ত এসব ভিক্ষুককে পূনর্বাসনের পর আবারও ভিক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার