পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈ-সা-বি। বর্ষবরণ ও বিদায় উৎসব বৈসাবীকে বরণ করতে মঙ্গলবার খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে ও র্যালির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো:রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিটি শহরের চেঙ্গী স্কোয়ার, শাপালা চত্বর, আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পাহাড়ি-বাঙ্গালী নারী-পুরুষ-ছেলে-মেয়ে ঐতিহ্যবাহী পোষাকে র্যালীতে অংশগ্রহণ করেন। তারা নেচে গেয়ে শহরকে মাতিয়ে তোলে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল