চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এখলাসপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুটি পিস্তুলসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া গ্রামের আনসার আলীর ছেলে আবদুল ওহাব (২২) ও কানসাট ইউনিয়নের চকহরিপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে হাবিব আলী (১৯)।
সোমবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। আজ শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে এখলাসপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে দুটি পিস্তুল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ আবদুল ওহাব ও হাবিবকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল