নীলফামারীর সৈয়দুপরে দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরা হলো পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুলতানপুর ধানপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আয়নাল হক ওরফে নাহিদ (২৬) ও নাটোর জেলার সিংড়া উপজেলার আরকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে আনিসুর রহমান ওরফে আনিস (৪০)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে সৈয়দপুর শহরের কলিমের মোড় নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেরা জেএমবি’র সদস্য বলে স্বীকার করেছে পুলিশের কাছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন জেএমবি ভেতরে ভেতরে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছে। তারই আলোকে সৈয়দপুরে সাংগঠনিক কর্মকান্ড চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তিনি জানান, নাশকতার পরিকল্পনা করার চেষ্টা করছিলো তারা।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবুল আকতার জানান, আটক নাহিদের ভাতিজা তানভিরুল ইসলাম ২০০৫ সালের সিরিজ বোমা হামলার কয়েকটি মামলার রায়ে ৮২ বছর কারাদণ্ড হয়েছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল