বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে কলেজ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার দাবিতে শিক্ষক-কর্মচারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবুল বাসার বাহার, অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আবু জাফর মোঃ হারুন, অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, অধ্যাপক মো. অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল