লালমনিরহাটের হাতীবান্ধা রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মাসুম আলী (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বধির হওয়ায় ট্রেন আসার শব্দ পায়নি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাসুম আলী জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে। সে স্থানীয় চান মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল মাসুম। এ সময় বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন এলে তাতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। হাতীবান্ধা রেল স্টেশন মাস্টার নূর নবী দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার