কক্সবাজারের টেকনাফে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ সেলিম নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার হাওলাদার শাহজাহানের নেতৃত্বে টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার সোলতান আহমদের ছেলে মোঃ সেলিমকে (২৫) ৯ হাজার ৮ শত পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বসতবাড়িতে বিশেষ কায়দায় লোহার বক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ জানান, আটক ইয়াবাসহ যুবককে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল