ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম তমালকে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘাটাইল পৌরসভার এলাকার বাজার রোড থেকে তাকে আটক করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সে পিডিবির ঘাটাইল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করার ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল বুধবার সকালে পিডিবির ঘাটাইল অঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পিডিবির ঘাটাইল কার্যালয়ের সহকারি প্রকৌশলী কামরুজ্জামান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়া এবং চাঁদাবাজির অভিযোগে ঘাটাইল পৌর সভার মেয়র শহিদুজ্জামান খানকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল, ছাত্রলীগ নেতা ইয়েন ও আয়নাল সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসমি করা হয়।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল