জ্ঞাত আয় এবং দাখিলকৃত সম্পদের তথ্য বিবরণীতে ভুল তথ্য দেয়ায় উপ হিসাব মহানিয়ন্ত্রক কর্মকর্তা দুলাল উদ্দিনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ভোরে ভালুকা উপজেলার পৌর এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকার সি.এ ভবনে কর্মরত ছিলেন।
ময়মনসিংহ দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে দুলাল উদ্দিনকে কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা থাকাকালীন সময়ে গত ৩১ জানুয়ারী দুদক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করে। আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার ভোরে দুলালকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্রে জানা যায়, দুলাল উদ্দিনের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে এক কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা। এর মধ্যে দুদক ৭৮ লাখ ৮১ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদের হিসাব পায়।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল