মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দফায় দফায় বসতঘরে অগ্নি-সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় জমি-জমা নিয়ে নুরুজ্জামান রাঢ়ী ও খবির মাতুব্বরের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুর্বৃত্তরা দুটি বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়াও কমপক্ষে ৫টি বসত ঘরে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করে। এসময় দুর্বৃত্তদের হামলায় রাজ্জাক রাঢ়ী ও আবজাল নামে দুই ব্যক্তি গুরুতর আহত কয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। তবে পূর্ব শত্রুতার জন্য এসব হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল