লক্ষ্মীপুরের রামগঞ্জে সাড়ে ৪ কেজি ওজনের প্রায় ৪ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের (শিব লিঙ্গ) মূর্তি উদ্ধার করেছে পুলিশ। (আজ) মঙ্গলবার সকালে থানা পুলিশ পৌর শহরের কমরদিয়া এলাকা থেকে এ মূর্তিটি উদ্ধার করা হলেও গণমাধ্যমকর্মীদের বিকেল ৫টায় এ তথ্য জানানো হয়।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (রায়পুর-রামগঞ্জ) পংকজ কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর কাউন্সিলর ইব্রাহীম মজুমদারের বাড়ীতে একটি প্লাষ্টিক মুড়ানো বস্তা পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়। এসময় ওই বস্তা খুলে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পরে স্বর্ণকার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কষ্টি পাথরের মূর্তি হিসেবে নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়ে মূর্তিটির বাজার মূল্য প্রায় ৪ কোটি জানিয়ে মূর্তিটিকে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষন করা হবে বলে জানান তিনি। ওই মূর্তিটি কিভাবে ওই স্থানে আসলো কিংবা কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল