দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জের বন্যা কবলিত হাওর অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি হাওরের মিঠামইন ও ইটনার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রীর সাথে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যতদিন পর্যন্ত কষ্ট লাঘব না হবে, আপনাদের ঘরে যতক্ষণ আবার ধান না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করবো। আপনারা না খেয়ে থাকবেন, আর আমরা খেয়ে আরামে থাকবো, সেটা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে, দেশের একটি মানুষও না খেয়ে থাকতে পারবে না।
মন্ত্রী জানান, হাওরে বন্যায় তাৎক্ষণিক ২৫০ মেট্রিক টন চাল ও ১৬ লক্ষ টাকা পাঠিয়েছি। ইতোমধ্যে বরাদ্দ শুরু হয়েছে। আমরা যা যা দরকার তার সব ব্যবস্থাই করবো।
এরপর মন্ত্রী সন্ধ্যায় জেলা কালেক্টরেট মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল