ময়মনসিংহে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের পুনর্বাসন করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। সেই সাথে মাদকসেবীদের চিকিৎসা প্রদান কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে ৭ জন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীকে পুনর্বাসন করেন রেঞ্জ ডিআইজি। এ সময় ৫ জনকে একটি করে রিকশা ও ২ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এম নেওয়াজী, এএসপি আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজীসহ প্রমুখ।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, মাদকের শেকড় অনেক দূর এগিয়েছে। যেখানে সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে এর ছোবল রয়েছে। আর মাদকসেবী এবং ব্যবসায়ীরা অন্ধকার জগতের বাসিন্দা। তাদেরকে ফিরিয়ে আনতেই জেলা পুলিশ এমন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই আমাদের সহযোগিতায় তারা সুস্থ জীবনে ফিরে আসুক।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ২০৩১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি। কিন্তু যুব সমাজ যেভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ছে এতে করে উন্নত দেশে পরিণত হওয়া অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে জঙ্গী এবং মাদক বিরোধী টিম গঠন করা হয়েছে। যেখানে তাদেরকে পুর্নবাসন এবং চিকিৎসার ব্যবস্থ্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব