দিনাজপুরে জেএমবি’র সদস্য হিসাবে ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী মাজারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ রামনগর এলাকার নাসিমউদ্দিনের ছেলে আব্দুল কাদের শাওন ও কাহারোলে উপজেলার উচিতপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আবুল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার চেহেলগাজী মাজারের নিকট থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করা হয়।
ওই দুজনই দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এফএম আহসানুল হকের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ সময় তারা জেএমবি’র কর্মকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল