টেকনাফ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৪ সাঁতারু। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটে শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে চার সাঁতারু সাঁতার শুরু করেন। এসময় তারা এ চ্যানেলের ১৬.১ কিলোমিটার জলপথ সাঁতরিয়ে পাড়ি দেন। এরা হলেন, লিপটন সরকার, ফজলুল কবির সিনার, মনিরুজ্জামান ও শামছুজ্জামান আরাফাত।
এবারের সাঁতারে ৪ ঘণ্টায় ছয় বারের পাড়ি জমানো বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান সেন্টমাটিন জেটিতে পৌঁছেন। এর পর ৪ ঘন্টা ১৩ মিনিটে তৃতীয় বারের পাড়ি জমানো শামছুজ্জামান আরাফাত পৌঁছেন। পরে ৪ ঘন্টা ৪০ মিনিটে ১২ বারের পাড়ি জমানো লিপটন সরকার ও পঞ্চম বারের পাড়ি জমানো ফজলুল কবির সিনা সেন্টমাটিন পৌছেন। এ সাঁতারের দলনেতা ছিলেন লিপটন সরকার। এতে নেভিগেশন ও রেসকিউ টিমলিডারের দায়িত্ব পালন করেন সাজ্জাদ খান রনি। এদিকে কাজী হামিদুল হকের স্মরণে '১২তম বাংলা চ্যানেল সাঁতার' ২০১৭ এর আয়োজন করেছে 'ষড়জ অ্যাডভেঞ্চার' ও 'এক্সট্রিম বাংলা'। এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ওয়ালটন গ্রুপ।
এ বাংলা চ্যানেল আবিষ্কার করেন কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হক। ২০০৬ সালের ১৪ই জানুয়ারি ঢাকা বেজ ক্যাম্পের তিনজন অ্যাডভেঞ্চার যুবক ফজলুল কবীর সিনা, লিপটন সরকার ও সালমান সাঈদ প্রথমবার এই চ্যানেল অতিক্রম করেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এই বাংলা চ্যানেল সাঁতারের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল