লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেনসহ (৫৫) ৬ নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের শমসেদ উদ্দিন হাজী বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
আটক অন্যরা হলেন, কেরোয়া ইউনিয়নের জামায়াতের কর্মী হারুনুর রশিদ, একই ইউনিয়নের মৃত মুনসুর আহম্মদের ছেলে মাওলানা মোঃ ইব্রাহীম (৫৪), আজিজুল্লাহর ছেলে শহিদুল্লাহ (২৯), আব্দুল খালেকের ছেলে আলী আহম্মদ (২৭), মৃত আব্দুল হাই এর ছেলে মফিজুল ইসলাম (৫৮)।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের নেতাকর্মীরা ঐ ঘরে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় জামায়াতের ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬টি মোটর সাইকেল, বিভিন্ন জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল