ময়মনসিংহে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে মনিরুল ইসলাম (২২) নামে এক যুবককে হত্যা করেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার বেগুনবড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, "তর্ক-বিতর্কের জের ধরে মনিরুলের পেটে ছুরিকাঘাত করা হয়। তৎক্ষণাৎ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"
বিডি প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪