নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর জোয়ানপুর এলাকার একটি ধান ক্ষেতের পাশের একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় হাতবোমা সদৃশ সাতটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় ওই ঘরে অভিযান চালিয়ে পুলিশ এই সাতটি বস্তু উদ্ধার করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, "রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধনগর জোয়ানপুর এলাকায় ধান ক্ষেতের পাশে একটি ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় হাতবোমা সদৃশ সাতটি বস্তু পাওয়া যায়। এর মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ৪টি, কালো টেপ দিয়ে মোড়ানো ২টি, পেট্রোল বোমা সদৃশ একটি বোতল এবং একটি ক্যাপাসিটর রয়েছে। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।"
বিডি প্রতিদিন/ ১১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১