দিনাজপুরের বীরগঞ্জে নারায়ন চন্দ্র শীল নামে এক সেলুন ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে দুই হিজড়া। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে এ ঘটনা ঘটে।
আহত নারায়ন চন্দ্র শীল (৫২) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি জানান, মঙ্গলবার ঝাড়বাড়ী হাটে সন্ধ্যা সাড়ে ৮টায় ইশরাত জাহান আচল (২২) ও শিউলী (২৫) নামে দুই হিজড়া আমার দোকানে এসে ৫০ টাকা দাবি করে। আমি তাদের ১০টাকা বের করে দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে বলে এটা কি ভিক্ষা নাকি। আমরা ভিক্ষুক নই বলেই অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করে। আমি তাদের আচরণের প্রতিবাদ করলে তারা আমার সাথে বাকযুুদ্ধে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে তারা আমাকে মারধর শুরু করে এবং আমার পরণে পাঞ্জাবী ছিড়ে ফেলে। এতে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন গ্রাম্য পুলিশ দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা প্রসাদ পাড়া গ্রামের মোঃ আব্দুল সাত্তার জানান, হিজড়াদের এ ধরণের আচরণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারা ইচ্ছে মতো ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে। না দিলে অথবা প্রতিবাদ করলেই অপমান হতে হয়।
শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরুদ্ধ দুই হিজড়াকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল