যশোরের চৌগাছা উপজেলার নীমতলা বাজারের কাছে রাস্তার ওপর থেকে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ এখন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এরা হলেন, চৌগাছার কাবিলপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে একসের (৪০) ও একই উপজেলার মডেল পাড়া এলাকার সাইদুল (৩৫)।
চৌগাছা থানার এসআই অনিল মুখার্জি দাবি করেন, আজ ভোররাতের দিকে নীমতলা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময় হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও দাবি করেন এসআই অনিল।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল