রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চল থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ ওমর শেখ (৫০) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে ওই চরাঞ্চলের রাজধানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর শেখ জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর এলাকার শুকুর আলী সেখের ছেলে। তিনি চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সাদারচরের চাঞ্চল্যকর ফাইভ মার্ডার, আমির মার্ডার ও রুবেল মার্ডারের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার চরাঞ্চলের রাজধানী বাজারে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এসময় একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ ওমরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল