সীতাকুণ্ড উপজেলার ডিএএম ডিপু মোড় এলাকায় বাসের ধাক্কায় হৃদয় (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, ‘গুরুতর আহত অবস্থায় হৃদয়কে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পর কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
হৃদয়ের বাবার নাম মকবুল রহমান। সে তার পরিবারের সাথে নগরীর আকবর শাহ থানার মনসুরাবাদ এলাকায় থাকতো।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল