মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা ভাঙ্গা ব্রীজ এলাকায় বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়েছে ও বাসের ১৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ইছাখাদা ভাঙ্গা ব্রীজ এলাকায় এক পথচারীকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১৭ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ