সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পানিতে ডুবে সাব্বির হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে উপজেলার বড়দল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির একই গ্রামের মামুন হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাব্বির। পরে দীর্ঘ সময় শিশুটিকে না দেখে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল