চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জহিরুল ইসলাম নামের এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ জহিরুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পৌনে ১১টার দিকে চমেক জরুরি বিভাগে আনা হলে জহিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল