নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাদক সেবনের দায়ে রহম শেখ (৭০) ও সোনাতন দাস (৩৫) নামে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) গণপতি রায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজার আদেশ দেন।
এরা দুইজনই গুরুদাসপুর উপজেলার বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃন্দাবনপুর গ্রাম থেকে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় রহম শেখ ও সোনাতন দাসকে আটক করে। আজ সকালে তাদের পৃথক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এসময় তাদেরকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
গুরুদাসপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/হিমেল