সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যার ঘটনায় আসামি আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাওন খাঁনকে (২৭) আটক করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় নিজ বাড়ি থেকে শাওনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী বাপ্পির পঞ্চাশ হাজার টাকায় ভাড়াটে সন্ত্রাসী আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাওন খাঁন সাধারণ শিক্ষার্থী সিফাতকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এসময় সাতজনকে সে গুলি করে আহত করে। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় আসামিদের নামে একটি মামলা দায়ের করা হলে আজ সকালে শাওন খাঁনের কাঠগড়া দুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এদিকে সন্ত্রাসী শাওন খাঁনকে আটক করায় কাঠগড়া এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছেন। এ ঘটনায় এ মামলায় এখন পর্যন্ত ছয় জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, শাওনকে গ্রেফতার করে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন এলাকার অভিযান চলছে । এদিকে আশুলিয়ার ছাত্রলীগের সভাপতি শামীম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শাওন সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কি না আমার জানা নেই ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ