ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর থেকে ইয়াবাসহ ফেরদৌস খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের মধ্য শালিপুর সার্ভিসঘাট (ট্রলার ঘাট) হতে তাকে আটক করা হয়।
আটক ফেরদৌস খান ওই এলাকার মৃত আব্দুল বারী খানের ছেলে এবং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।
চরভদ্রাসন থানার এসআই সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নেছার ও শাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রামপ্রসাদ ভক্ত জানান, চরভদ্রাসনকে মাদকমুক্ত করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় ফেরদৌসকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম