ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবীতে নেত্রকোনায় মানববন্ধন করেছে খালিয়াজুরীর সর্বস্তরের জনগণ।
বুধবার সকাল ১১টায় শহরের মোক্তারপাড়া জেলা পরিষদ মার্কেটের সামনে সাত দফা দাবীতে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় অসৎ ঠিকাদার ও পাউবোর দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানায় বক্তারা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
খারিয়াজুরী উপজেলায় ২৫ হাজার ২৫৭ জন কৃষকের মধ্যে ২৪ হাজার ১৫৫ জন কৃষকই কার্ডধারী ক্ষতিগ্রস্থ। উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরিত স্মারক নং ৩১(১৬) অনুযায়ী ছয়টি ইউনিয়নের ১৭ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে ১৬ হাজার ৮০০ হেক্টর জমি পানির নিচে। এসব কৃষকদের ঋণ মওকুফসহ ক্ষতিপূরণের দাবী জানানো হয় কর্মসূচীতে।
এদিকে, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ব্যানারে হাজারও কৃষক নেত্রকোনার সীমান্ত মোহনগঞ্জ এবং সুনামগঞ্জের সীমান্ত ধর্মপাশার সংযোগস্থলে বিক্ষোভ মিছিল করেছে। ফুঁসে উঠেছে হাওর অঞ্চলের সব কৃষক। বিভিন্ন হাওর থেকে এসে তারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের দাবী একটাই- 'হাওরের কৃষক বাঁচাও, দেশ বাঁচবে'।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা