বন্যা কবলিত কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। আজ বুধবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার ছোট বড় ৩৫ টি হাওরের ৩৩ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। কৃষকের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠেছে।
তিনি আরও বলেন, একদিকে পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়া, আর অন্যদিকে ব্যাংক ঋণ, এনজিও ঋণ, মহাজনি ঋণসহ সকল প্রকার ঋণের বোঝা নিয়ে এলাকার মানুষ শরনার্থীর মতো পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, তিনটি উপজেলার কৃষকের ঘরে কোনো ফসল নেই। অকাল বন্যায় গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন করে ঋণের ব্যবস্থা, পূর্বের ঋণের সুদ মওকুফ করা এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রি, জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সাহায্য এবং কৃষি ভুর্তকি দিয়ে গ্রামের মানুষের মনে আশার সঞ্চার করতে হবে।
সংবাদ সম্মেলনে ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/হিমেল