রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলে অবস্থানের কারণে শিবির সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রুয়েটের শহিদুল ইসলাম হলে রামেকের তৃতীয় বর্ষের সুমন নামের শিক্ষার্থীকে পুলিশে দেন তারা।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তপু দাবি করেন, সুমন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী। শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের শিক্ষক। গত ৬ এপ্রিল রাতে রামেকের নুরুজ্জামান হলে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে সে অংশ নিয়েছিল। হল বন্ধ ঘোষণার পর সুমন রুয়েটের শহিদুল ইসলাম হলের ১০৬ নম্বর কক্ষে আশ্রয় নেয়। জানতে পেরে তাকে জিজ্ঞাসাবাদ করে পর্যাপ্ত তথ্য-প্রমানের ভিত্তিতে পুলিশে দেয়া হয়েছে।
তবে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলছেন, আটককৃত ওই শিক্ষার্থী শিবির কর্মী নন। বহিরাগত হিসেবে রুয়েট থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরিবারের সদস্যরা এলে তাদের জিম্মায় সুমনকে ছেড়ে দেয়া হবে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/হিমেল